বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

উড়িষ্যা থেকে ৪৫০ কিলোমিটার দূরে ‘ফণি’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২১ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার

ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি। বর্তমানে এটি উড়িষ্যা উপকূল থেকে মাত্র সাড়ে ৪’শ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে। 

তারা জানায়, ঘূর্ণিঝড়টি এখন ঘন্টায় সর্বোচ্চ ৫ কিলোমিটার গতিতে উত্তরের দিকে ধেয়ে আসছে। 

শুক্রবার বিকেলের মধ্যে এটি উড়িষ্যার গোপালপুর ও চাঁন্দবালি উপকূলের মধ্যবর্তী স্থানে ঘন্টায় ২০০ কিলোমিটার গতিতে প্রবল আঘাত হানতে পারে। 

ভারতের তিনটি রাজ্য উড়িষ্যা, পশ্চিম বঙ্গ ও অন্ধ্রপ্রদেশের প্রায় ১৯টি জেলায় ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির আবহাওয়া অধিদফতর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ জুড়ে এবং অন্ধ্রপ্রদেশের তিনটি জেলায় ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। পূর্ব উপকূলীয় রেলওয়ে বুধবার থেকে তাদের ২২টি ট্রেন চলাচল বাতিল করেছে। 

বুধবার প্রকাশিত এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদফতর সম্ভাব্য ধ্বংসলীলার পূর্বসতর্কতা প্রদান করেছে। ঐ অঞ্চলের জেলেদেরকে পহেলা মে থেকে ৫ মে পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। 

উড়িষ্যা রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আট লাখ লোককে সেখান সরিয়ে নেয়া হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে।