বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

১০ হাজার কোটি টাকার সাত প্রকল্প অনুমোদন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

শিল্প মন্ত্রণালয়ের রাসায়নিক (কেমিকেল) দ্রব্য সংরক্ষণ ও গুদাম নির্মাণসহ ১০ হাজার ১১৫ কোটি ৭৭ লাখ টাকার ৭টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, এই ৭টি প্রকল্পে ৪ হাজার ৪০৫ কোটি ৭৮ লাখ টাকা সরকারি অর্থায়নে ব্যয় করা হবে। প্রকল্পগুলোতে সাহায্যে ৫ হাজার ২২০ কোটি ৪৯ কোটি টাকা, আর নিজস্ব অর্থায়নে ৪৮৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্য রয়েছে- বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট ও কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণ ( ৩য় সংশোধিত ) প্রকল্প ও চট্টগ্রাম –ফেনী - বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ ( ১ম সংশোধিত )  প্রকল্প, শিল্প মন্ত্রণালয়ের ২টি প্রকল্প অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য গুদাম নির্মাণ প্রকল্প এবং বিসিক কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সিগঞ্জ প্রকল্প, শিক্ষা মণালয়ের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সমাজকল্যাণ ভবন নির্মাণ প্রকল্প এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের নীলফামারী জেলার চাড়ালকাটা নদী সোজাকরণ এবং বুড়িতিস্তা নদী তীর সংরক্ষণ প্রকল্প।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, এই ৭টি প্রকল্পে ৪ হাজার ৪০৫ কোটি ৭৮ লাখ টাকা সরকারি অর্থায়নে ব্যয় করা হবে। প্রকল্পগুলোতে সাহায্যে ৫ হাজার ২২০ কোটি ৪৯ কোটি টাকা, আর নিজস্ব অর্থায়নে ৪৮৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্য রয়েছে- বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট ও কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণ ( ৩য় সংশোধিত ) প্রকল্প ও চট্টগ্রাম –ফেনী - বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ ( ১ম সংশোধিত )  প্রকল্প, শিল্প মন্ত্রণালয়ের ২টি প্রকল্প অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য গুদাম নির্মাণ প্রকল্প এবং বিসিক কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সিগঞ্জ প্রকল্প, শিক্ষা মণালয়ের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সমাজকল্যাণ ভবন নির্মাণ প্রকল্প এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের নীলফামারী জেলার চাড়ালকাটা নদী সোজাকরণ এবং বুড়িতিস্তা নদী তীর সংরক্ষণ প্রকল্প।