বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

নিউজিল্যান্ডের সেই ক্রাইস্টচার্চে বোমা, গ্রেফতার ১

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চ শহরের ফিলিপসটাউনের একটি সড়কে বোমার সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিউ ক্যাসল স্ট্রিটে নামের সড়কটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।

এরই মধ্যে ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্য, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে। খবর স্টাফ ও নিউজিল্যান্ড হেরাল্ডের।

এদিকে বোমা হামলার হুমকি দেয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, ক্রাইস্টচার্চে একটি এক্সপ্লোসিভ ডিভাইসের হুমকি দেখা দেওয়ায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

অ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র বলেছেন, পুলিশের অনুরোধে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স স্টান্ডবাই রেখেছেন তারা।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে জুমার নামাজের বন্দুকধারীর হামলা অন্তত ৫০ জন মুসল্লি নিহত হন। আহত হন আরও ৩৯ জন।

ঘটনার পর বন্দুকধারী অস্ট্রেলীয় বংশোদ্ভূত সন্ত্রাসী ব্রেনটন ট্যারেন্টকে গ্রেফতার করা হয়।