বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেল কুকুর!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

বিশ্ববিদ্যালয়ে এবার নিয়োগ পেল কুকুর। শুধু নিয়োগই নয়, এরই মধ্যে প্রত্যেক কুকুরকে আলাদা আইডি কার্ডও দেওয়া হয়েছে। ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিডলসেক্স ইউনিভার্সিটিতে। 

জানা গেছে, শিক্ষার্থীদের পরীক্ষার চাপ সংক্রান্ত ঝুঁকি হ্রাস করতে এই কুকুরগুলোকে কর্মী হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কুকুরগুলো শিক্ষকদের সহকারী হিসেবে ও শিক্ষার্থীদের সুস্থতার জন্য কাজ করবে, যাতে করে কোনো শিক্ষার্থী পরীক্ষা ও পড়াশোনার চাপে স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে।