বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

এবার বুরকিনা ফাসোয় গির্জায় গুলি, যাজকসহ নিহত ৬

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

শ্রীলঙ্কায় গির্জায় হামলার রেশ কাটতে না কাটতেই এবার আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় হামলার ঘটনা ঘটেছে। সেখানে বন্দুকধারীর হামলায় এক যাজকসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। খবর বিবিসি ও আল-জাজিরার।

জানা গেছে, রবিবার দেশটির সিলগাদজিতে একটি গির্জায় প্রার্থনা শেষে বেরিয়ে আসার সময় মানুষদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। 

হামলাকারীরা বেশ কয়েকটি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

 

রিপোর্ট লেখা পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৩টি বিলাসবহুল হোটেল এবং আরও দুটি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৫৩ জন নিহত হন। আহত হন আরও কমপক্ষে ৫০০ জন।