বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে রুখতে ইরানের ‘রিটার্ন অব দ্য সেঞ্চুরি’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে রুখতে ‘রিটার্ন অব দ্য সেঞ্চুরি’র আয়োজন করতে যাচ্ছে ইরান।

 

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’কে প্রতিহত করতেই ইরানের এই পরিকল্পনা। খবর পার্স টুডে’র।

জানা গেছে, ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরির বিষয়ে সচেতনতা তৈরি করতে এই আন্তর্জাতিক গ্রাফিক ওয়ার্কশপের আয়োজন করবে ইরান।

 

এদিন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব ইউনিফায়েড উম্মাহ’র (আইইউইউইউ) মহাসচিব আলীরেজা কোমেইলি জানান, 
ডিল অব দ্য সেঞ্চুরির নামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিপজ্জনক পরিকল্পনা নিয়েছেন, তার বিরুদ্ধে শৈল্পিক লড়াইয়ের লক্ষ্য নিয়ে এই ওয়ার্কশপের আয়োজন করা হবে।