বিশ্বকাপে সুজন, ত্রিদেশীয় সিরিজে নান্নু দলের ম্যানেজার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

আগামী ৫ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আর এই সিরিজের জন্য ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে।অন্যদিকে ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।
বিসিবির বিশ্বস্ত সূত্রে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর ১৭-১৮ মে'তে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন খালেদ মাহমুদ সুজন এবং দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
জানা গেছে আয়ারল্যান্ডে তিন জাতি ক্রিকেট টুর্নামেন্টটি শুধুই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গণ্য হবে না। কারো জন্য এ সিরিজ অলিখিত ট্রায়াল হতে পারে।
দলে ডাক পেয়েছেন বাড়তি যে ৪ জন ক্রিকেটার, তারা হলেন ইয়াসির আলি রাব্বি, নাইম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। তাদের জন্য ভাগ্যের দোয়ার হয়তো অপেক্ষা করছে।
এদিকে মূল স্কোয়াডে থাকা রুবেল হোসেনসহ ইনজুরি শঙ্কায় আছেন অন্তত দুইজন।
ফলে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সের ওপর হয়তো কপাল পুড়তে পারে বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডে থাকা যে কারো।
তাই যদি হয়, তাহলে আবার বদলেও যেতে পারে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে থাকা বাড়তি ৪ জনের যে কারো ভাগ্য।