এএফসি কাপে আজ আবাহনীর মুখোমুখি চেন্নাই
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে আবাহনী। আবাহনীর প্রতিপক্ষ ভারতের চেন্নাই এএফসি।
বাংলাদেশ সময় রাত ৮টায় ভারতের আহমেদাবাদে মুখোমুখি হচ্ছে দুই দেশের দুই জায়ান্ট।
আবাহনীর এএফসি কাপ শুরু হয় নেপালের ক্লাব মানাং মারশিয়াংদিকে ১-০ গোলে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে ঢাকায় আবাহনী ২-২ গোলে ড্র করেছে ভারতীয় ক্লাব মিনারভা পাঞ্জাবের সঙ্গে।
আবাহনীর প্রতিপক্ষ চেন্নাই এএফসি প্রথম ম্যাচে ড্র করে মিনারভা পাঞ্জাবের সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হারিয়েছে মানাং মার্শিয়াংদি ক্লাবকে।
দুই ম্যাচশেষে আবাহনী ও চেন্নাইয়ের পয়েন্ট সমান। বর্তমানে গোলগড়ে আবাহনীর উপরে ভারতীয় ক্লাবটি। আহমেদাবাদ থেকে আবাহনী ৩ পয়েন্ট নিয়ে ফিরলে তারা এককভাবে উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ড্র করলেও সম্ভাবনা থাকবে আবাহনীর।
আবাহনীর কোচ মারিও লেমোস বলেছেন, ‘আমাদের লক্ষ্য প্রথম দুই ম্যাচে না হারার রেকর্ড অক্ষুণ্ণ রাখা। তবে আমাদের চেষ্টা থাকবে পূর্ণ ৩ পয়েন্ট সংগ্রহ করা। আহমেদাবাদ আসার পর থেকে প্রচন্ড গরমের সঙ্গে লড়াই করছেন আমাদের ফুটবলাররা। প্রচন্ড গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আমরা দুদিন আগেই এখানে এসেছি। ফুটবলাররা গরমে কাহিল হলেও আমরা নিজেদের সেরাটা দিয়ে জয় নিয়ে ফিরতে পারবো বলে আশাবাদী।’