কোরআনিক ভয়েসে মাশরাফি কন্যা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০২ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

২২ গজে নিজের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সফল পেসারের পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সফলতম অধিনায়ক হিসেবে। মাঠ ও মাঠের বাইরে বরাবরই তিনি ব্যতিক্রম।
মাশরাফি বিন মর্তুজা ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নড়াইলের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন। বিয়ের পাঁচ বছর পর প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হন তিনি। ২০১১ সালের ১৮ মার্চ মাশরাফি ও সুমনা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় হুমায়রা মর্তুজা।
সেই ছোট্ট হুমায়রা মুর্তজা নিজের দক্ষতার ছাপ রাখছে পবিত্র কুরআন শিক্ষায়। ইতোমধ্যেই ‘কুরআনিক ভয়েস’ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ছোট্ট হুমায়রা। ‘কুরআনিক ভয়েস’ প্রতিযোগিতায় মেয়ের অংশ নেওয়ার খবরটি নিশ্চিত করেছেন মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি।
প্রতিবারের মতো এবারও জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করে আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ।
আহলুল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুরআন পাঠ করতে দেখা গেছে মাশরাফি-কন্যাকে। কুরআন পাঠ শেষে মাশরাফি-কন্যার ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের সঞ্চালক।