রোববার   ১৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভোট দিলেন সালমান খান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৫ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ভারতে বর্তমানে চলছে গণতন্ত্রের উৎসব, ‘ভোট’ উতসব। আর এতে মেতে আছেন রাজ্যের প্রতিটি নাগরিক। একই সঙ্গে বাদ যায়নি বলিউডের তারকারাও। 

 

 

বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের ভোট দেয়ার একটি ছবি পোস্ট করেন। যেখানে সাল্লু ভাই ভোট দেয়ার পরে নিজের আঙুলে কালি লাগানো একটি ছবি পোস্ট করেছেন। 

এছাড়া দেশের উজ্জ্বল ভবিষ্যতের আশায় আজ ভোটকেন্দ্রে গিয়েছে বলিউডের অনেক তারকা। তীব্র গরম উপেক্ষা করেই ভোটের লাইনে গিয়ে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকারর প্রয়োগ করেন তারা। 

প্রসঙ্গত, সালমান খানকে শিগগিরই দেখা যাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবিতে। সেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে নতুন ছবি ‘দাবাং থ্রি’-এর শুটিং চলছে সালমানের। ভারতের মধ্যপ্রদেশের শুটিং শেষ করে দাবাং-এর দলটি এখন কাজ করছে মুম্বাইতে।