‘আরো দৃঢ় হবে বাংলাদেশ-চীনের সম্পর্ক’
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৩ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
বাংলাদেশ ও চীনের মধ্যবর্তী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জু বলেছেন, দুই দেশের জনগণের মধ্যবর্তী সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সোমবার চীনা দূতাবাসে আয়োজিত চিকিৎসা সেবা সম্পর্কিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশিদের স্বাগত জানিয়ে চীনা দূতাবাস এই আলোচনা সভার আয়োজন করে। সভায় দেশটির দূতাবাসের কর্মকর্তারা এবং দূতাবাসের অর্থায়ন ও আরভিং গ্রুপের আয়োজনে কুনমিংয়ে চিকিৎসা পান এসব রোগীরা।
অনুষ্ঠানে রোগীরা তাদের অভিজ্ঞতা বর্ণনার সময় চীনের কুনমিং শহরের হাসপাতালের চিকিৎসা সেবা, আতিথেয়তা, চিকিৎসা পদ্ধতি এবং রোগীর সঙ্গে তাদের আচরণের প্রশংসা করেন। এ সময় আরও দু’জন মনোনীত সাংবাদিক তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
অনুষ্ঠানে আরভিং গ্রুপের চেয়ারম্যান এইচ বি এম লুৎফর রহমান বলেন, চীনের চিকিৎসা সেবা মানসম্মত, উন্নত এবং সাশ্রয়ী। চিকিৎসার পাশাপাশি ভ্রমণের জন্যও চীন একটি সুন্দর এবং মনোরম গন্তব্য স্থান। চিকিৎসা সেবায় এ নতুন দ্বার উন্মুক্ত করায় চীনা দূতাবাসকে ধন্যবাদ।
গত ১২ ডিসেম্বর ঢাকায় রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের জন্য চীনা চিকিৎসা সেবার দ্বার উন্মোচন করা হয়। ওই অনুষ্ঠানে ২০ জন মনোনীত রোগীদের চীনে চিকিৎসা সেবা গ্রহণের জন্য আমন্ত্রণ করা হয়েছিল।
