বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

পল্টু-মিন্টুর মাকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৩ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

কক্সবাজারের চকরিয়ার পল্টু-মিন্টুর মা আনোয়ারা বেগমের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে জাফফর হোসেন পল্টু ও সাদ্দাম হোসেন মিন্টুর মা আনোয়ারা বেগমের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেক তুলে দেন।

আনোয়ারা বেগমের দুই ছেলে- মোজাফফর হোসেন পল্টু ও সাদ্দাম হোসেন মিন্টু সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতিতে যুক্ত থাকায় তত্কালীন জোট সরকার এই পরিবারের ওপর জেল-জুলুম ও অবর্ণনীয় অত্যাচার চালায়।