বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

হাসপাতালে না পাওয়া নড়াইলের চার চিকিৎসক বরখাস্ত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

কর্তব্যে অবহেলার কারণে নড়াইল সদর হাসপাতালের চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সাময়িক বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন সার্জারি বিশেষজ্ঞ ডা. আকরাম হোসেন, কার্ডিওলজি বিশেষজ্ঞ শওকত আলী ও রবিউল আলম এবং মেডিকেল অফিসার এএসএম সায়েম। তাদের প্রথমে ওএসডি এবং পরে বরখাস্ত করা হয়েছে। 

সোমবার বিকেলে নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুস শাকুর এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শাকুর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চার চিকিৎসকের ওএসডি সংক্রান্ত আদেশ রোববার দুপুরে হাসপাতালে এসে পৌঁছায়। পরে সোমবার অভিযুক্ত ওই চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার বিকেল পৌনে চারটার দিকে সদর হাসপাতালে পৌঁছেছে।  

তিনি আরো বলেন, চিকিৎসকদের কাউকে আর কোনো ছাড় দেয়া হবে না। সোমবার সব চিকিৎসক সদর হাসপাতালে উপস্থিত ছিলেন।

নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা ২৫ এপ্রিল সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনের সময় কর্তব্যরত চিকিৎসকদের হাজিরা খাতায় স্বাক্ষর না দেখে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর এবং সার্জারি বিশেষজ্ঞ ডা, আকরাম হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। 

এ সময় বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনার চিত্র দেখতে পান। পরে রাতে হাসপাতালের কর্মকর্তা এবং জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন মাশরাফী। এ সময় বেশ কিছু বিষয়ে দিক নির্দেশনা দেন। 

নড়াইল সদর হাসপাতালে ৩৯ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন ১৭ জন। এর মধ্যে পাঁচজন চিকিৎসক সংযুক্তিতে। ভূক্তভোগী রোগী ও স্বজনদের অভিযোগ, অধিকাংশ চিকিৎসকই সপ্তাহে  এক থেকে তিনদিনের বেশি হাসপাতালে দায়িত্ব পালন করেন না। এসব অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন মাশরাফী।