বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ২৯

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১২ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রাণহানি এড়াতে কয়েক হাজার মানুষকে এরইমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এসব তথ্য জানায়। গত ২৬ ও ২৭ এপ্রিল সুমাত্রার দক্ষিণ-পশ্চিমের বেংকুলু রাজ্যে এসব হতাহতের ঘটনা ঘটে।

বন্যার পানিতে প্লাবিত হয়েছে সেখানের বিস্তৃত অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে শতশত বাড়িঘর। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দুটি জেলার।

বন্যায় বাস্তুচ্যুত মানুষরা খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। পরিষ্কার পানির অপ্রতুলতার কারণে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষগুলো।