গির্জায় পবিত্র পানি খেয়ে ২৭ জনের মৃত্যু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

গির্জায় প্রার্থনার পবিত্র পানি খেয়ে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো ১৮ জনকে। এদের অনেকেরই অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফ্রিকার দারিদ্রপীড়িত দেশ জাম্বিয়ায় রোববার এ ঘটনা ঘঠেছে।
যে ধর্মযাজক গির্জায় আসা ধর্মানুরাগীদের এই পবিত্র পানি বা জিক দিয়েছিলেন, তার খোঁজ করছে স্থানীয় পুলিশ। এছাড়া ওই পানি বা জিকে কী মেশানো হয়েছিল সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
গ্রামের বাসিন্দারা বলছেন, যাজক গীর্জার সদস্যদের বলেন যে, এই পবিত্র পানি পান করলে তারা সব ধরনের অশুভ শক্তি থেকে দূরে থাকবেন। অনেকে সেই পানি গীর্জায় পান করেন আবার কেউ বাড়িতে নিয়ে যান।
কিন্তু যাজকের দেয়া পবিত্র ওই পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। প্রথমে প্রাথমিক চিকিৎসা নিলেও তাদের স্বাস্থ্যের অবনতি ঘটে। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জন মারা যান। এদের মধ্যে দু'জন নার্স ও চারজন স্কুল শিক্ষকও রয়েছেন।