মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

২০০৭ বিশ্বকাপে ‘ঘোরের মধ্যে’ ছিলেন মুশফিক  

স্পোর্টস ডেস্ক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

এখনো স্মৃতিতে জ্বলজ্বল করে ২০০৭ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারত বধের ঘটনা। মাশরাফি বিন মোর্ত্তজার দুর্দান্ত বোলিংয়ের পর তামিম, মুশফিক, সাকিবের বিধ্বংসী ব্যাটিং এখনো দাগ কেটে আছে সবার মনে।

ওয়েস্ট ইন্ডিজের কুইন্স পার্ক ওভালে এই ম্যাচে অপরাজিত অর্ধশত রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম।

আজ রোববার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ওই বিশ্বকাপের কথা স্মৃতিচারণ করতে গিয়ে মুশফিক বলেন, ‘২০০৭ পুরোটা আসলে ঘোরের মধ্যেই ছিলাম। কখন যাব, কখন খেলব, অনেক ইয়াং ছিলাম তো।’

মুশফিক আরও বলেন, ‘এত বড় স্টেইজ, আর গ্রেট গ্রেট প্লেয়ার ছিল তখন। শচিন টেন্ডুলকার বলেন, ব্রায়ান লারা বলেন, পন্টিং বলেন; তাদের সাথে খেলা, যাদের টিভিতে দেখেছি তাদের সাথে খেলা। এগুলো অনেক রোমাঞ্চিত ছিল।’

ওই বিশ্বকাপের পর মুশফিক, সাকিবরা আরও দুটি বিশ্বকাপ খেলে ফেলেছেন। এখন প্রস্তুতি নিচ্ছেন আরেকটি বিশ্বকাপের জন্য। এই দলকে মনে করা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে অভিজ্ঞ দল।

মুশফিক বলেন,  ‘তবে এখন যারা খেলছে ওরা অনেক ম্যাচিউরড। রাহি ছাড়া বাকিরা বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এই অভিজ্ঞতা গুলো একটু হলেও কাজে দেবে। উপভোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেট শুধুমাত্র একটা খেলা, এই মানসিকতা নিয়ে যাওয়া ও ১০০% দেওয়া, এটাই সবচেয়ে বড় কথা।’

বিশ্বকাপে পারফর্ম্যান্স নিয়ে মুশফিকুর রহিম বলেন, ‘চতুর্থবারের মতো আমি খেলতে যাচ্ছি। শেষ তিনটি বিশ্বকাপে আমি রান করেছি, আমার নিজেরও একটা ব্যতিক্তগত গোল আছে। এই বিশ্বকাপে যেন সবকিছুকে ছাপিয়ে যেতে পারি। আমি মনে করি সুযোগ আছে, সামর্থ্যও আছে। আমি সেভাবেই চেষ্টা করব।’ 

তিন বিশ্বকাপের ২১ ম্যাচে ৩১.৮৮ গড়ে ৫১০ রান করেন টাইগারদের ব্যাটিংয়ে ভরসার প্রতীক মুশফিক। বিশ্বকাপে এক ইনিংসে তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ৮৯। তার ব্যাট থেকে এসেছে চারটি হাফ সেঞ্চুরি। এই বিশ্বকাপেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ।