মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

মাশরাফির জন্য বিশেষ কিছু করতে চান মুশফিকরা

স্পোর্টস ডেস্ক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

২০০৩ বিশ্বকাপ থেকে ১১ সালের বিশ্বকাপ ছাড়া তিনটি বিশ্বকাপ খেলেছেন টাইগার ক্যাপ্টেন। ২০১৯ বিশ্বকাপটি মাশরাফি বিন মোর্ত্তজার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। এটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আগে থেকেই। এবার সতীর্থ মুশফিকুর রহিম বললেন, মাশরাফির শেষ বিশ্বকাপে তার জন্য বিশেষ কিছু করতে চান।  

মুশফিকুর রহিম বলেন, ‘একসঙ্গে হয়তোবা আমাদের শেষ বিশ্বকাপও হতে পারে। মাশরাফি ভাই যদি এরপরে আর বিশ্বকাপ খেলতে না পারেন, এটাই আমাদের একসঙ্গে শেষ বিশ্বকাপ। তো আমরা সবাই চাইব, মাশরাফি ভাইয়ের জন্য হলেও যেন বিশেষ কিছু করতে পারি। যেটা কি না স্মরণীয় হতে পারে। আমার মনে হয় এটা অবশ্যই অনেক বড় সুযোগ। একইসঙ্গে আমাদের সুযোগও অনেক বেশি আছে এই বিশ্বকাপে ভালো করার।’

বাংলাদেশের এই বিশ্বকাপ স্কোয়াডে ২০০৭ সাল থেকে সাকিব, মুশফিক ও তামিম টানা তিন বিশ্বকাপে খেলেছেন।  ২০১১ সাল থেকে খেলছেন সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘদিন দলে জাতীয় দলে খেলায় মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদদের পঞ্চপাণ্ডব নামে ডাকা হয়।  এই বিশ্বকাপের পরেই ভাঙতে পারে পঞ্চপাণ্ডবের রসায়ন।

নিজদের অভিজ্ঞতা নিয়ে বড় স্বপ্নও দেখছেন মুশফিক। তিনি বলেন,  ‘আমরা তিন-চারজন আছি আমাদের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আমাদের ইচ্ছে আছে, এটাকে স্মরণীয় করে রাখার। ইচ্ছে, আছে শেষ পর্যন্ত যাওয়ার। আমার মনে হয়, এটা অসাধ্য কিছুই না।’

সাকিব, তামিম ও মুশফিক বিশ্বকাপে খেলেছেন ২১টি করে ম্যাচ। এ ছাড়া মাশরাফি ১৬ ও রিয়াদ খেলেন ১০টি করে ম্যাচ। এই পঞ্চপান্ডব বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে খেলেন ৮৯টি ম্যাচ।