সমর্থকে ঘুষি মারলেন নেইমার
স্পোর্টস ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৬ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

চ্যাম্পিয়ন্স লীগে রেফারির সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করার জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সে রেশ না কাটতেই আবার বির্তকে জড়ালেন ফুটবলের এই তারকা।
ফরাসি কাপের ফাইনালে পরিষ্কার দুই গোল এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হয়েছে পিএসজিকে। জানুয়ারিতে ইনজুরির পর প্রথমবার শুরুর একাদশে ফেরেন নেইমার। পিএসজির দুই গোলে সরাসরি অবদান রাখেন তিনি।
দানি আলভেসকে দিয়ে এক গোল করান এবং নিজেই ২১তম মিনিটে এক গোল করেন। কিন্তু দারুণভাবে ঘুরে দাড়ায় রেনে। পরে সমতায় থেকে টাইব্রেকার ভাগ্যে হার দেখে পিএসজি। ম্যাচে শেষে পুরষ্কার বিতরণের সময় গ্যালারির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পিএসজির ফুটবলাররা।