‘সেরা দল’ তত্ত্ব মানতে চান না মাশরাফি
স্পোর্টস ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

বিশ্বকাপ নিয়ে মাতামাতি শুরু হয়েছে অনেক আগে থেকেই। মাসখানেক পরে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট আসর আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯। এই বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। তার মতে, বাংলাদেশের সামর্থ্য আছে, তবে সেরা দল নয়।
আজ সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, ‘সেরা দল এটা কোনো ইমপরটেন্ট না। এশিয়া কাপেও আমরা এই টিম নিয়ে গিয়েছিলাম, ট্রফি জিততে পারিনি, সেরা দলই ছিলাম। বেশিদিন আগের না, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেরা দলই ছিলাম, কিন্তু বেশি কিছু করতে পারিনি। এটা নিয়ে হাইপ তোলার প্রয়োজন নেই।’
টাইগার অধিনায়ক বলেন, ‘দুই বছর আগে এই সেরা দলই ছিল। এই দুই বছরে এমন কিছু শিখিনি বা এক্সটা অর্ডিনারি এমন কিছু শিখিনি যে এই মুহুর্তে সেরা দল।’
বাংলাদেশের এই বিশ্বকাপ স্কোয়াডে ২০০৭ সাল থেকে সাকিব, মুশফিক ও তামিম টানা তিন বিশ্বকাপে খেলেছেন। ২০১১ সাল থেকে খেলছেন সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘদিন দলে জাতীয় দলে খেলায় মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদদের পঞ্চপাণ্ডব নামে ডাকা হয়। সাকিব, তামিম ও মুশফিক বিশ্বকাপে খেলেছেন ২১টি করে ম্যাচ।
এ ছাড়া মাশরাফি ১৬ ও রিয়াদ খেলেন ১০টি করে ম্যাচ। এই পঞ্চপান্ডব বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে খেলেন ৮৯টি ম্যাচ।
মাশরাফি বলেন, ‘আমি মনে করি, এই দলটা গত কয়েক বছর ধরে একসাথে খেলছে। ফর্ম ইন-আউট থাকবে। তার মানে এই না যে, তাকে ছোট করে দেখা।’
গত ২২ তারিখ থেকে শুরু হওয়া টাইগারদের বিশ্বকাপ ও ট্রাই-নেশন সিরিজের প্রস্তুতি আজ শেষ হয়েছে। আগামীকাল বিশ্রামে থেকে পরের দিন আয়ারল্যান্ডের বিমানে উঠবেন মাশরাফি-সাকিবরা। ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ ৭ মে। আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপের জন্য সরাসরি ইংল্যান্ড যাওয়ার কথা রয়েছে সাকিবদের।