শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিএনপিকে কেউ ভালোবাসে না: গোলাম দস্তগীর গাজী

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

 

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বিএনপি একটি গণবিচ্ছিন্ন দল। তার কারণ নির্বাচনে তাদের সঙ্গে কোনো লোক নেই। বিএনপিকে কেউ ভালোবাসে না। যদি ভালবাসতে তাহলে তাদের নির্বাচনী প্রচার মানুষ থাকত।’ রোববার (২৩ ডিসেম্বর) সকালে রূপগঞ্জের কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বিএনপির পেছনে মানুষ না থাকার কারণে তারা মনোনয়ন বাণিজ্য করেছে। 

এ জন্য তাদের গুলশানে নেতাকর্মীরা হামলা করেছে ভাঙচুর করেছে। যারা নিজেদেরকে ভালোবাসে না তারা দেশকে কীভাবে ভালবাসবে। এই প্রার্থী বলেন, ‘বাংলাদেশ শান্তির প্রতীক। আওয়ামী লীগ সরকার উন্নয়নের প্রতীক। কারণ বিশ্বের অন্যান্য সব মুসলিম দেশে যখন মারামারি ও যুদ্ধ হচ্ছে তখন আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এর কারণ হলো আওয়ামী লীগ সরকার। 

আমরা ক্ষমতায় আসার পর খাদ্যে কোনো ঘাটতি নেই। বিদ্যুতে কোনো ঘাটতি নেই৷ শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এক কথায় আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচয় করিয়েছে।’ তিনি আরও বলেন, ‘গুণী ব্যক্তিরা আজ আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছে। কেন দিচ্ছে কারণ আওয়ামী লীগ গুণী ব্যক্তিদের কদর করতে জানে। 

গুণীদের কদর কররে দেশ যেমন এগিয়ে যায় তেমনিভাবে দেশের মর্যাদাও বেড়ে যায়। কিন্তু অন্য কোনো সরকার গুণীদের কদর করেনি তারা দেশকে নিয়ে ভাবেনি।’ পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফি মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশ এক সময় অন্যের ওপর নির্ভরশীল ছিল। এখন আমরা অন্যকে সহায়তা করি। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের কারণে। স্বাধীনতার পর আমাদের বলা হতো তলাবিহীন ঝুড়ি। কিন্তু সেই তলাবিহীন ঝুড়ি এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন আর কোনো মানুষ চিকিৎসার অভাবে বা না খেয়ে মারা যায় না। 

এই বাংলাদেশ হবে হীরার দেশ। এ জন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি আমার ৭৬ বছর বয়সে কিছুই চাইনি রূপগঞ্জ বাসীর কাছে। আজ একটা জিনিস চাই সেটা হলো নৌকায় ভোট দিয়ে গোলাম দস্তগীর গাজীকে জয়ী করুন। তিনি রূপগঞ্জকে বদলে দিয়েছেন। আমার বিশ্বাস আপনাদের জন্য গাজী সবকিছু করবে। মনের ভুলেও বিএনপিকে ভোট দেবেন না। কারণ ওরা দেশ ও মানুষের উন্নয়ন চাই না।’এ সময় রূপগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।