শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

কুরআনিক ভয়েসে মাশরাফির মেয়ে হুমায়রা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১২ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

৮ বছরের হুমায়রা মর্তুজা। আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে কুরআনিক ভয়েসে অংশগ্রহণ করেছে হুমায়রা। আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ দ্বিতীয় বারের মতো আয়োজন করেছে জাতীয় কুরআন প্রতিযোগিতা ২০১৯।

হুমায়রা মর্তুজা বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মেয়ে। আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের এ আয়োজনে অংশগ্রহণ করে সাবলিলভাবে কুরআন তেলাওয়াত করে দক্ষতার প্রমাণ দিয়েছে হুমায়রা।

 

হুমায়রা মর্তুজা মঞ্চে কুরআনুল কারিমের ৯৩ নম্বর সুরা ‘সুরা আদ-দোহা’ তেলাওয়াত করে।

উল্লেখ্য, মাশরাফি বিন মর্তুজা ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নড়াইলের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন। বিয়ের পাঁচ বছর পর প্রথমবারের মতো মেয়ে সন্তানের বাবা হন তিনি। ২০১১ সালের ১৮ মার্চ মাশরাফি ও সুমনা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় হুমায়রা মর্তুজা।