সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

কাপ্তাইয়ে টহলে বিজিবি

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

রাঙামাটির কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৪১ বিজিবির সদস্যরা সোমবার থেকে মাইক্রোবাস এবং চাঁদের গাড়ি দিয়ে টহল দিচ্ছেন।

বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, এখন থেকে নির্বাচনের সময় ও পরে আইন শঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সদস্যরা গাড়িতে চড়ে, প্রয়োজনে পায়ে হেঁটে টহল দেবে। কেউ নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা করলে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ জন্য পর্যাপ্ত বিজিবি মোতায়েন রয়েছে।