বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

মুম্বাইয়ের খোলা ম্যানহোলে জীবন যাচ্ছিল সিঙ্গাপুরের ধনকুবেরের!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইয়ে বিশেষ কাজে এসেছিলেন সিঙ্গাপুরে হিলিয়স ক্যাপিটালের প্রতিষ্ঠাতা সমীর অরোরা। কিন্তু মুম্বাইয়ে এসে এক তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছেন এই ধনকুবের।

বৃহস্পতিবার মুম্বাইয়ের লোয়ার প্যারেল এলাকায় শপিং মলে যান সিঙ্গাপুরের এই ধনকুবের। সেখানে শপিং মলের বাইরে একটি মুখ খোলা ম্যানহোলে পড়ে যান সমীর। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে তিনি রক্ষা পেয়েছেন। তবে শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পান তিনি। 

পরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অভিজ্ঞতার কথা সমীর লিখেছেন, সবাইকে জীবনের সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিরাপদে থাকতে হবে।

 

তিনি আরো লিখেন, সবাই বলেন, মুম্বাই মেরি জান, কিন্তু অল্পের জন্য মুম্বায়েই আমার জীবন চলে যেতো।