মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

খাশোগি হত্যা: বিচারে অনুপস্থিত কেন অভিযুক্ত সৌদি রাজকীয় উপদেষ্টা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড বিশ্বব্যাপী আলোচিত ঘটনা। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সৌদি রাজপরিবার সংশ্লিষ্ট দু’জন উপদেষ্টা। তাদের একজনকে বলা হয় ‘মূলহোতা’। 

 

ওই হত্যায় ১১ সন্দেহভাজনের বিরুদ্ধে রুদ্ধদ্বার বিচার চলছে। কিন্তু সেখানে এই দু’জন উপদেষ্টার একজনকে অনুপস্থিত দেখা যাচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে। প্রশ্ন উঠেছে তাকে কি রাজপরিবার সুরক্ষা দিচ্ছে নাকি আলাদা কোনও আদালতে তার বিচার হচ্ছে। খবর জাপান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনসুলেটের ভিতরে জামাল খাশোগিকে হত্যা করা হয়। এ নিয়ে নানা রকম বক্তব্য দেয়ার পর সৌদি আরবের প্রসিকিউটররা বলেন, ওই হত্যা মিশন তদারকি করেছেন উপ গোয়েন্দা প্রধান আহমেদ আল আসিরি। তাকে পরামর্শ দিয়েছেন রাজকীয় আদালতের মিডিয়া ব্যক্তিত্ব সাউদ আল কাহতানি। এ দু’জনই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একেবারে ঘনিষ্ঠ। খাশোগি হত্যাকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। জানুয়ারি থেকে এ মামলায় পাঁচটি শুনানিতে শুধু আসিরিকে দেখা গেছে আদালতে। এ তথ্য দিয়েছেন পশ্চিমা চার জন কর্মকর্তা।

 

এর মধ্যে একজন কর্মকর্তা বলেছেন, বিচার চলছে যে ১১ জনের বিরুদ্ধে তার মধ্যে কাহতানি নেই। তার এই অনুপস্থিতির অর্থ কি? সৌদি আরব কি তাকে সুরক্ষা দিতে উদগ্রিব নাকি তার বিষয়টি আলাদাভাবে দেখা হচ্ছে?