বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

ফাহমিদাকে চাপা দেয়া গাড়ি চালক আটক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্যকে চাপা দেয়া কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে পুলিশ। 

শনিবার চালকসহ ভ্যানটিকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল রোববার সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানোও হবে।

গেল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সামনের সড়কে বেপরোয়া গতির কাভার্ড ভ্যানটি ফাহমিদার রাইড শেয়ারিং অ্যাপের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক ও ফহমিদা দুজনই সড়কে পড়ে যান। ওই সময়ই কাভার্ড ভ্যান নিয়ে এর চালক ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে। 

পরে ফাহমিদাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ফাহমিদাকে মৃত ঘোষণা করেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ফাহমিদা। ঘটনার দিন শ্যামলীর বাসা থেকে মহাখালীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি যাচ্ছিলেন।