বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

ঢাকায় মাহফুজ উল্লাহর মরদেহ, বিকেলে জানাজা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০০ এএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বরেণ্য সাংবাদিক মাহফুজ উল্লাহর মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার রাতে বাহী থাই এয়ারওয়েজের বিমানটি রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। মরহুমের বড় মেয়ে মুসাররাত হুমায়রা অঙ্গনা তথ্যটি নিশ্চিত করেছেন।

রোববার দুপুরে জানাজা শেষে তার মরদেহ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

রাতে মরদেহ সংরক্ষণের পর তার প্রথম জানাজা রোববার জোহরের নামাজের পর গ্রিনরোড ডরমিটরি মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আসরের নামাজের পর জাতীয় প্রেস ক্লাবে। এরপর মরহুমের ইচ্ছা অনুযায়ী তাকে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

শনিবার সকাল ১০টার দিকে (ব্যাংকক সময় ১১টা ৫ মিনিট) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কার্ডিয়াক সমস্যার কারণে গেল ২ এপ্রিল ৬৯ বছর বয়সী মাহফুজ উল্লাহকে দেশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার ফুসফুসে পানি জমে। পরে উন্নত চিকিৎসার জন্য ১০ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি বিমানে তাকে ব্যাংককে নেয়া হয়।