মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সহজ জয়ে ফাইনালে বাংলাদেশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

নেপালের সঙ্গে সহজ জয়ে ত্রিদেশীয় হুইল চেয়ার ক্রিকেট সিরিজে ফাইনালে উঠেছে বাংলাদেশ। কলকাতা এনডিকেএ গ্রাউন্ডে শনিবার সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে নয় উইকেটে নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠে বাংলাদেশ।

যে কারণে ভারতের সঙ্গে পরের ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়। ওই ম্যাচে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০ রান সংগ্রহ করে।

আজকের ম্যাচে শুরু থেকেই চাপে থাকে নেপালের ব্যাটসম্যানরা। প্রথম ওভারেই দুইই উইকেট হারায় তারা। এক পর্যায়ে ২৯ রানে নয় উইকেট হারায়। শেষ উইকেট জুটি ৩০ রান যোগ করে।  ৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেন শরীফ-শফিক জুটি। তের বলে ৩৬ রান করা শরীফ হিট উইকেট হন।