অফুরন্ত আইসক্রিম!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

গরমে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। এই গরমে স্বস্তি পেতে ঘুরে আসতে পারেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, হল-২ 'পুষ্পগুচ্ছ'-তে।এখানে বসেছে তিন দিনব্যাপী সবার পছন্দের ঈগলু আইসক্রিম ফেস্টিভ্যাল।
দশটি কাউন্টার থেকে দেওয়া হচ্ছে আইসক্রিম। রয়েছে, অ্যাম্ব্রোশিয়া, স্ট্রবেরি, ভ্যানিলা রিচ, ওয়াইল্ড স্ট্রবেরিসহ নানা ধরনের আইসক্রিম ফ্লেভার।
অফুরন্ত আইসক্রিমের মজা পেতে সঙ্গে জেমস, সোলস, আর্টসেল, মিনার আর অর্ণবের লাইভ মিউজিক উপভোগ করার এটাই সুযোগ।
ঈগলু আইসক্রিমের সিইও কামরুল হাসান বাংলানিউজকে বলেন, মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় বড়দের জন্য এন্ট্রি ফি ধরা হয়েছে ৫০০ ও শিশুদের ক্ষেত্রে (৩.৫ ফুট উচ্চতার নিচে) টিকিট ৩০০ টাকা।
এছাড়া বিকাশ পেমেন্ট, রবি ধন্যবাদ গ্রাহক ও শিক্ষার্থীদের জন্য থাকছে ২০ শতাংশ ছাড়।