বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

ত্বকের যত্নে যোগ করুন সিরাম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

বয়স ত্রিশ পেরিয়েছে, চোখের পাশে একটু কি ভাঁজ পড়ছে, রিঙ্কেল, ব্রন, ডার্ক প্যাচ এসবও রয়েছে? ত্বকের এসব সমস্যা শুধু  পরিষ্কার করে ময়েশ্চারাইজার মাখলেই দূর হয় না। প্রয়োজন হয় বাড়তি যত্নের। আর এই যত্নের দায়িত্ব নিতে বাজারে রয়েছে নতুন পণ্য সিরাম।

 

সিরাম ব্যবহার করলে-
•    ব্যবহারের পরই দ্রুত ত্বকে কাজ করতে শুরু করে

•    ত্বকের উজ্জ্বলতা বাড়ে

•    ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা বজায় থাকে

•    তারুণ্য ধরে রাখে, বয়সের ছাপ পড়তে দেয় না

•    সব ধরনের দাগ দূর করে। 


ব্যবহারের নিয়ম- 
রাতে ঘুমানোর আগে প্রথমে ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। সিরাম ব্যবহার করে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। 

কেমন ত্বকে কোন সিরাম

•    ত্বকে ব্রণের জন্য ভিটামিন-সি সমৃদ্ধ সিরাম 
•    ভিটামিন-ই সমৃদ্ধ সিরাম বেছে নিন শুষ্ক ত্বকের জন্য
•    ত্বকের কোঁচকানোভাব দূর করতে পেপটাইডসমৃদ্ধ সিরাম। 

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিরাম পাওয়া যায়। ৩০ থেকে ৫০ গ্রামের সিরামের জার ব্র্যান্ডভেদে দাম দুই থেকে তিন হাজার টাকা। দাম একটু বেশি বলে চিন্তার কিছু নেই, এটি পরিমাণে সামান্য ব্যবহার করতে হয়। আর এটি ব্যবহারের পর ত্বক হয় ঠিক যেমনটি আপনি চান।