সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ঘর ঠান্ডা রাখতে...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

প্রচণ্ড গরমে সবাই প্রায় অতীষ্ট! ঘরে থাকায় যেন দায় হয়ে পড়েছে। যাদের ঘরে এসি নেই ফ্যানের বাতাসও যেন গরম হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে করণীয় কী? অন্যদিকে তাপমাত্রা বেড়েই চলেছে। ভয়ঙ্কর গরমের হাত থেকে রক্ষা পেতে এখন এসি চাই৷ কিন্তু ইলেকট্রিক বিল? সেটার কী হবে? এসি বা বিলের চিন্তা মাথা থেকে নামিয়ে নিন। এসি ছাড়াই যদি ঘর ঠান্ডা থাকে তাহলে তো কোনো কথাই নেই! তবে জেনে নিন, ঘর এসি ছাড়াই কীভাবে ঠান্ডা রাখা সম্ভব?

১. ঘরে যদি কাঁচের জানলা থাকে, তাহলে মোটা পর্দা দিন। পর্দাটা যেন গাঢ় রঙের হয়। গরম কালে হালকা রঙের পর্দা একদম নয়।

২. বাজার থেকে খসের পর্দা কিনে নিয়ে আসুন। জানলায় লাগিয়ে দিন। মাঝে মধ্যেই পানি দিয়ে ভিজিয়ে দিন।

৩. প্রয়োজন ছাড়া ঘরের আলো জ্বালাবেননা। ঘরে বাল্বের বদলে টিউব লাইট ব্যবহার করুন।

৪. ঘর মোছার সময়, পানির মধ্যে কিছুটা পরিমাণ লবণ ঢেলে দিন। লবণ পানিতে ঘরের তাপমাত্রা সঠিক থাকবে।

৫. ঘরের মধ্যে গাছ রাখুন।