জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: হানিফ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, খোলস পাল্টে নতুন নামে এলেও জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, যে নামেই হোক বাংলাদেশ জামায়াত ইসলামী খোলস পাল্টিয়ে কোনো নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, এটাও আমি মনে করি তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না।
তিনি বলেন, তারা এখনো একাত্তরের অপকর্মের জন্য দলীয়ভাবে তাদের অপরাধের দায় স্বীকার করেনি। এমনকি তারা ক্ষমা প্রার্থনাও করেনি।
