রোববার   ১৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

দেবকে প্রকাশ্যে ভালোবাসার কথা বললেন রুক্মিণী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

কলকাতার জনপ্রিয় নায়ক দেব ও রুক্মিণী মিত্র কি প্রেম করছেন? এ বিষয়টি নিয়ে একটা সময় বেশ জল্পনা ছিল টলি ইন্ডাস্ট্রিতে। কিন্তু দেব বরাবরই সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। তাই এক সময় সাক্ষাতকারে স্বীকার করে নিয়েছিলেন আগেই, রুক্মিণী তার বান্ধবী। তবে রুক্মিণীর দিক থেকে সম্বোধন ছিল ‘বন্ধু’। দেব তার বন্ধু এবং পরিবার। কিন্তু কখনো বয়ফ্রেন্ড বলে স্বীকার করেননি। এবার করলেন। প্রকাশ্যেই বললেন,‘ভালবাসা’র কথা।

লোকসভা ভোটের প্রচারে এখন চূড়ান্ত ব্যস্ত দেব। সিনেমার কাজও এখন কিছুটা ব্যাকফুটে। সামনেই মুক্তি পাবে রাজা চন্দ পরিচালিত ‘কিডন্যাপ’। সে ছবিতেও রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে ছবি নয়, ভোটের প্রচারেই এখন মন দিয়েছেন দেব। সময় নেই বান্ধবীর জন্যও! দেবকে মিস করছেন রুক্মিণী।

তার স্পষ্ট আভাস দিলেন সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার রুক্মিণী টুইট করেন, দেব তুমি খুব ব্যস্ত, কোনো সময় নেই। তাই আমি ভাবলাম, এটাই তোমাকে বলার সেরা সময়, আমি তোমাকে ভালবাসি। রুক্মিণীর এই স্বীকারোক্তিতে আপাতত মজে আছে সোশ্যাল মিডিয়া।