বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

হাত-চোখ বেঁধে ফিলিস্তিনি কিশোরকে গুলি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

হাতে হাতকড়া পরানো এবং চোখ বাঁধা অবস্থায় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যার চেষ্টা করেছে ইসরায়েলি বাহিনী। এমন অভিযোগ করেছে ওই কিশোর। খবর আল বাওয়াবা'র।

গত সপ্তাহে গ্রেফতার করা হয় ১৬ বছর বয়সী ওসামা আলি আল-বাদানকে। ওই সময় সে বেথেলহেমের তোকু শহরে বিক্ষোভ করছিল। ফিলিস্তিনি এক নারীর ওপর একজন অবৈধ বসতি স্থাপনকারী গাড়ি তুলে দেয়ার প্রতিবাদে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।

আল-বাদান বলেন, আমার হাতে হাতকড়া পরানো ছিল এবং চোখ বাঁধা ছিল। যখন আমি পালানোর চেষ্টা করি তখন ইসরায়েলি বাহিনীর সদস্যরা আমার ওপর গুলিবর্ষণ করে।
তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা ‘তাকে ইচ্ছাকৃতভাবে হত্যার চেষ্টা করে।’

 

এদিকে পরে স্থানীয় ব্যক্তিরা আল-বাদানকে উদ্ধার করে এবং তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।