বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিশ্বজুড়ে বিপর্যস্ত এয়ার ইন্ডিয়ার বিমান সেবা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান সেবা। এসআইটিএ সার্ভারের সমস্যার কারণে ভারতসহ বিশ্বজুড়ে ব্যাহত বিমান সংস্থাটির যাবতীয় কার্যক্রম।

বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোরে তাদের সার্ভারে সমস্যা দেখা দেয়। এর ফলেই বিপর্যস্ত হয়ে পড়ে সংস্থাটির বিমান পরিবহন সেবা।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি বিষয়টি স্বীকার করেছেন।

 

তিনি জানান, শনিবার ভোর ৩টা থেকে এই সমস্যা দেখা দেয়। এর ফলে শুধু ভারতে নয়, বিশ্ব জুড়ে এয়ার ইন্ডিয়ার বিমান কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।