‘প্রতি উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩১ এএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জামালপুর সাংবাদিক ফোরাম আয়োজিত প্রীতি সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য খাতে প্রভূত উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে নির্মিত কমিউনিটি ক্লিনিকগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক চিন্তায় বাস্তবায়ন করা হয়েছিল।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক বিভাগে ১০০ শয্যাবিশিষ্ট কিডনি হাসপাতাল ও ১০০ শয্যাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল করা হবে। এছাড়া প্রত্যেক জেলা হাসপাতালে সিসিইউ করা হবে।
প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেটি আমরা বিভাগ থেকে জেলা পর্যন্ত নিয়ে যেতে চাই। শুরুটা হবে আমাদের জামালপুর থেকেই। এখান থেকে আমি আজকে ঘোষণা করতে চাই, মাদারগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকেই সূচনা করলাম, সারা দেশের প্রতিটি উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করবো।
প্রীতি সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আঞ্চলিকতার অবশ্যই প্রয়োজন আছে, এর টান না থাকলে এলাকার সমস্যা চিহ্নিত করা যায় না। আর সমস্যা চিহ্নিত না করা গেলে তার সমাধান কখনো আসে না।
তিনি বলেন, জামালপুর একদিন উন্নতির চরম শিখরে পৌঁছবেই। তিনি জামালপুরে সরকারের চলমান কাজগুলো তদারকি এবং সময়মতো করার জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জামালপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, ডেইলি বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহিদুর রহমান শাহিদসহ আরো বিশিষ্টজন।
আলোচনা সভায় সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ছাড়াও আরো বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
