শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সন্তানসহ বিস্ফোরণ ঘটায় শ্রীলঙ্কার আত্মঘাতী জঙ্গির অন্তঃসত্ত্বা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মাহাওয়েলা গার্ডেনসের সাদা প্রাসাদসম বাড়িতে থাকতো দুই ভাই। এই দুই ভাই ইস্টার সানডের হামলার অন্যতম দুই হোতা। এই দুই ভাইয়ের মধ্যে একজন কলম্বোর শীর্ষধনকুবের ৩৩ বছর বয়সী ইনসাফ ইব্রাহিম।

গত রবিবার সাংগ্রি-লা হোটেলে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এরপর গ্রেফতারের ভয়ে আত্মঘাতী  ইনসাফ আহমেদের স্ত্রী তার গর্ভের সন্তানসহ নিজেকে ও তিন সন্তানকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। এই ঘটনায় আহত হন তিন পুলিশকর্মী।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে যে আত্মঘাতী বিস্ফোরকদের ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে ছবির ডানদিকে জঙ্গি ইনসাফের পেছনে তার স্ত্রীকে দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।