বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে: আইনমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, উন্নয়ন করছি, উন্নয়ন হবে। এটা নিশ্চিত যে, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। সবাই সতর্ক থাকুন, ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে যেন কেউ কলুষিত করতে না পারে। ষড়যন্ত্র প্রতিরোধে আপনার-আমার দায়িত্ব রয়েছে। সবাই সেই দায়িত্ব পালন করুন।

শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আওয়ামী লীগ নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এসব বোমা হামলা থেকে বাংলাদেশকে মুক্ত রাখব।  এ ঘটনায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান নিহত হন। তার রুহের মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া করুন।

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার জীবন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূঁইয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, সহ-সভাপতি শেখ আশিকুর রহমান নাঈম প্রমুখ।