সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

গরমে ত্বকের যত্নে ‘কমলা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

গরমে স্বাভাবিকভাবেই ত্বকের উপর নানা প্রভাব বিস্তার করে। ত্বক শুষ্ক, আর্দ্রতাহীন ও খসখসে হয়ে ওঠে। তার উপরে ক্রমাগত ঘামের জন্য তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে নানা রকম ত্বকের সমস্যা যেমন, ফুসকুড়ি ও ব্রণ বেড়ে যায়। তবে এসব থেকে মুক্তি পেতে কমলালেবু ব্যবহার করুন। ত্বকের উপর জাদুর মতো প্রভাব ফেলে এই কমলালেবু। কারণ এর মধ্যে অতিরিক্ত তেল শুষে নেয়ার ক্ষমতা রয়েছে। চলুন তবে দেখে নেয়া যাক গরমে ত্বকের যত্নে ‘কমলা’ ব্যবহারগুলো- 

কমলা ও নিমের ফেসপ্যাক
একটি পাত্র নিয়ে তার মধ্যে নিমপাতা বাটা ও দুধ ভালো ভাবে মিশিয়ে নিন। এবার এতে কমলার রস মেশান। মিশ্রণটি ঘন থকথকে হলে মুখে মেখে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কমলা ও বেসনের ফেসপ্যাক
কমলার রসের সঙ্গে বেসনের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে পরিমাণমতো গোলাপ জল মেশান। মুখে মেখে ২০ মিনিট রাখার পরে দেখবেন পুরো মিশ্রণটি শুকিয়ে গেছে। তখন হালকা হাতে ঠান্ডা পানিতে ধুয়ে নিন বা নরম কাপড় ভিজিয়ে মুছে ফেলতে পারেন। এক সপ্তাহে ৩ বার এই প্যাক ব্যবহার করুন।

কমলা ও ওটমিলের ফেসপ্যাক
একটি পাত্রে কমলার রস ও ওটমিল ভালোভাবে মিশিয়ে মুখে মাখুন। এরপর ১০ থেকে ১২ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।