জিদান বার্সাকে বোঝালেন রিয়ালই সেরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩১ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

বার্সেলোনার সামনে লিগ জয়ের হাতছানি। গত এক দশক ধরে স্প্যানিশ লা লিগায় একচ্ছত্র আধিপত্য বার্সেলোনার। ১০ বছরের মধ্যে ৭ বার লিগ শিরোপা জিতেছে কাতালন এই ক্লাবটি।
১১ বছরের মধ্যে আবারো অষ্টম শিরোপার অপেক্ষায় বার্সা। বিপরীতে এই ১১ বছরের মধ্যে রিয়াল মাদ্রিদ লিগ শিরোপা জিতেছে মাত্র ২ বার।
এদিকে লা লিগার ইতিহাসে রিয়ালই যে সবচেয়ে বেশি বার শিরোপা জিতেছে, বার্সেলোনাকে সেই পরিসংখ্যানই মনে করিয়ে দিলেন জিদান।
বার্সেলোনার সাম্প্রতিক এই আধিপত্যের বিষয়টি মানছেন রিয়াল কোচ জিনেদিন জিদানও। তবে আধিপত্য স্বীকার করার পাশাপাশি বার্সেলোনাকে পরিসংখ্যানটাও দেখিয়ে দিয়েছেন জিদান।
লা লিগায় রেকর্ড ৩৩ বার শিরোপা জিতেছে রিয়াল। বিপরীতে বার্সেলোনা জিতেছে ২৫ বার। এবার জিতলে হবে ২৬ বার। মানে এবার জেতার পরও লিগ শিরোপা সংখ্যায় রিয়ালের চেয়ে ৭টি শিরোপা পিছিয়ে থাকবে বার্সেলোনা।
এই পরিসংখ্যান স্পষ্ট করেই বলছে, গত এক দশকে সময়টা খারাপ গেলেও লা লিগায় রিয়ালেরই আধিপত্য। জিদান কৌশলে সেই বিষয়টিই বুঝিয়ে দিয়েছেন।
আজ বৃহস্পতিবারই গেটাফের বিপক্ষে লিগ ম্যাচ রিয়ালের। এই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিগে বার্সেলোনার সাম্প্রতিক একচ্ছত্র আধিপত্যের প্রশ্নটি ছুটে যায় জিদানের দিকে। উত্তরে জিদান স্পষ্ট করেই বলেছেন, ‘হ্যাঁ, বার্সেলোনা সম্প্রতি খুব ভালো করছে। এটা স্বীকার করতেই হবে। এবং এ জন্য তাদের অভিনন্দন। কিন্তু লা লিগার ইতিহাসে রিয়াল মাদ্রিদই বেশি শিরোপা জিতেছে।’
এরপরই মেরেছেন খোঁচাটা, ‘আমাদের ৩৩টি লা লিগার শিরোপা আছে। বার্সেলোনার কয়টি আছে? সম্প্রতি তারা হয়তো ভালো করছে। কিন্তু আমাদের এটা পরিবর্তন করতে হবে। আমি শুধু একটা কথাই বলতে পারি, আগামী মৌসুমে আমরা চেষ্টা করব সেরাভাবে লা লিগা শুরু করতে। প্রাক-মৌসুম থেকেই চেষ্টা করব ভালোভাবে। নয়তো আবারও এটা জটিল হয়ে যাবে। এটা নিশ্চিত, আগামী মৌসুমে লা লিগাই হবে আমাদের প্রথম লক্ষ্য।’