ত্রিদেশীয় সিরিজ খেলতে ভারতে গেল বাংলাদেশ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

ভারত ও নেপালের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের হুইল চেয়ার ক্রিকেট দল। সেখানে ২৬-২৮ এপ্রিল হবে সিরিজটি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষ সোপানুল সোপানের নেতৃত্বে ভারতে প্রবেশ করে ২৫ সদস্যের বাংলাদেশ দল। দলে রয়েছেন বাংলাদেশের ড্রিম ফর ডিসআ্যবিলিটি ফাউন্ডেশনের ১৫ ক্রিকেটার।
সিরিজকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দলীয় অধিনায়ক হেদায়েতুল আজিজ মুন্না জানা, এবারই প্রথম প্রতিবন্ধীদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছেন ভারত প্যারা স্পোর্টস ফাউন্ডেশন। এ সিরিজে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। এর আগেও ভারতকে হারানোর অভিজ্ঞতা রয়েছে ক্রিকেটারদের।