ক্রিকেট খেলবেন সংসদ সদস্যরা, চলছে প্রস্তুতি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

পার্লামেন্টারি ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে বৃহঃস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংসদরা অনুশীলন শুরু করেছেন।
এ ব্যাপারে সাবেক ক্রিকেটার ও বর্তমান সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পার্লামেন্টারি ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখেই তাদের এই প্রস্তুতি।
আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে ব্যতিক্রমী এক উদ্যোগ নেয়া হয়েছে। এই সময় ইংল্যান্ডে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর সংসদ সদস্যদের নিয়ে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।
বিশ্বকাপের শেষের দিকে ৯, ১০, ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হবে চারদিনব্যাপী এই টুর্নামেন্ট।
বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য দুর্জয় এই টুর্নামেন্ট সম্পর্কে বলেন, ‘২০১৯ আইসিসি বিশ্বকাপে যে দেশগুলো খেলছে তাদেরই একটা করে দল এই টুর্নামেন্ট খেলবে। এটা চারদিনের আসর। ৯, ১০, ১২ ও ১৩ জুলাই খেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও কিছু বিশেষ অনুষ্ঠান আছে, যেগুলো এই দেশগুলোর মধ্য সম্পর্ক উন্নয়নের জন্য করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গেও কিছু অনুষ্ঠান হবে।’
তিনি আরো জানান সকল সংসদ সদস্যদের জন্য এটি উন্মুক্ত আছে, ‘খেলাটা সম্ভবত ১৫ ওভারের। স্কোয়াডের সদস্য সংখ্যাও ১৫। তবে ফিটনেস টেস্ট হবে সবার।’
ক্রিকেট খেলা ছাড়াও সবাই মিলে বিশ্বকাপের ফাইনাল দেখা হবে বলে জানিয়েছেন তিনি, ‘১৪ জুলাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্টারি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে একসাথে ফাইনাল ম্যাচ দেখবেন।’