মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

অনুর্ধ্ব-১৯

পাকিস্তানের বিপক্ষে টাইগার দল ঘোষণা, নেতৃত্বে রিয়াদ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

দু’টি লঙ্গার ভার্শন ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। 

সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ দলও ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়ক করা হয়েছে রিয়াদ খানকে।

১৫ সদস্যের এই দলের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও ৭ ক্রিকেটারকে।

প্রথম তিনদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লায়। এছাড়া বাকি ম্যাচগুলোর ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। 

২৯ এপ্রিল থেকে শুরু হবে দুই দলের লড়াই, যার ইতি ঘটবে ১৫ মে।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ স্কোয়াড:

রিয়াদ খান (অধিনায়ক), মাহফুজুর রহমান রাব্বি (সহ-অধিনায়ক), মফিজুল ইসলাম, সাজ্জাদ হোসেন মিরাজ, সাকিব শাহরিয়ার, রাফসান জানি, সোহাগ আলী, আইচ মোল্লা, আজিজুল হক রনি, তানভীর আলম অয়ন, শামসুল ইসলাম ইপন, মাকসুদুর রহমান, আশিকুর রহমান, শাহরিয়ার আলম মাহিম ও মুশফিক হাসান।

স্ট্যান্ডবাই: আমির হোসেন, খালেদ হাসান, মিনহাজুল হাসান, আরিফ আহমেদ অনিক, মো: সাজিদ আহমেদ, নাসিম ইসলাম ও জি.এম তাহজিবুল ইসলাম।

খেলার সূচি

তারিখ                 ম্যাচ                         ভেন্যু
২৯ এপ্রিল – ১ মে    তিনদিনের ম্যাচ      ফতুল্লা
৫ – ৭ মে    তিনদিনের ম্যাচ                  খুলনা
১০ মে         ১ম একদিনের ম্যাচ            খুলনা
১২ মে        ২য় একদিনের ম্যাচ             খুলনা
১৫ মে        ৩য় একদিনের ম্যাচ            খুলনা