মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আমাদের সামর্থ্য আছে, কাজটা কঠিন: রোডস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

চূড়ান্ত লক্ষ্য বিশ্বকাপ জয় এমনটা ভাবলেও, ধাপে ধাপে এগুতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। মিশন হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালকেই প্রাথমিক লক্ষ্য হিসেবে ঠিক করেছে বাংলাদেশ দল। 

সে লক্ষ্য পূরণে অন্তত ৫টি ম্যাচ জিততে হবে লিগপর্বে। এরপরেও থাকবে কিছু হিসেবের মারপ্যাচ। 

আপাতদৃষ্টিতে র্যাংকিংয়ে বাংলাদেশের নিচে রয়েছে ৪টি দেশ। সে চারটি দলকে হারানোর পরেও র্যাংকিংয়ের ওপরে থাকা ৫ দলের মধ্যে অন্তত ১টি দলকে হারাতে হবে। 

ব্যাপারটা যত সহজ মনে হচ্ছে কাজটি আসলে বেশ কঠিন। সেটাই মনে করিয়ে দিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। তার মতে বিশ্বকাপের পথটা বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য। 

তবে শিষ্যদের প্রতি আস্থা রয়েছে রোডসের। যেকোনো দলকে তাদের সেরা দিনেও হারানোর সামর্থ্য রয়েছে বাংলাদেশের বলে মনে করেন রোডস।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রোডস বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। এটা অস্বীকার করার উপায় নেই যে বিশ্বকাপে অনেক ভালো দল অংশ নেবে। কাজেই বাংলাদেশের জন্য বিশ্বকাপে ভালো করা খুব একটা সহজ হবে না। তবে আমি জানি অন্যান্য দেশগুলো বাংলাদেশকে যথেষ্ঠ সম্মান করে। কারণ তারা জানে তাদের যদি খারাপ দিন যায় অথবা ভালো দিনও থাকে, তবুও বাংলাদেশ তাদেরকে হারানোর সামর্থ্য রাখে। আমরা অতীতে সেটা প্রমাণ করে এসেছি।’

রোডস আরও বলেন, ‘আমি আসার আগে আমরা চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছি। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজকে কয়েকবার হারিয়েছি। আমরা অবশ্যই বড় দলগুলোকে হারাতে পারি। তবে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে চাইলে। আর যদি জিজ্ঞেস করেন আমাদের সেমিফাইনাল খেলার সামর্থ্য আছে কিনা? আমার উত্তর, হ্যাঁ আছে! ’

এসময় বিশ্বকাপের প্রস্তুতির সঙ্গে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতির বিল্ড-আপ হিসেবে আমি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটাকেই ধরছি। সেখানে আমরা আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবো। সেসব ম্যাচ আমাদের আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করবে। ম্যাচ জেতা, ত্রিদেশীয় সিরিজের ট্রফি জেতা দারুণ একটা ব্যাপার হবে। আয়ারল্যান্ডে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হতেই যাবো তবে সেটি আমার কাছে প্রস্তুতিরই একটা অংশ হিসেবে থাকবে। কারণ মূল লক্ষ্য হলো বিশ্বকাপ।’