মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

শুরু হলো ৮ম জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশিপ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন বিল্ডিংয়ের জিমনেসিয়ামে শুরু হলো  ৮ম জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশিপ-২০১৯। প্রতিযোগিতার এবারের পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ।

 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায়  'ওয়ালটন ল্যাপটপ ৮ম জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশিপ-২০১৯' এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ জাফর উদ্দীন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক(গেমস এন্ড স্পোর্টস)  এম এম ইকবাল বিন আনোয়ার ডন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ পলক।

ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, খেলাধুলা এমন একটা বিষয় যা মানুষকে জংগীবাদ,  মাদক ও দুর্নীতি থেকে দূরে রাখে। খারাপ গুণ থেকে দূরে রাখে খেলাধুলা। ক্যারমকে পেশাদার খেলা হিসেবে গ্রহণ করার আহবান জানান তিনি। 

জুনাইদ আহমেদ পলক তার বক্তব্যে বলেন, ক্যারম তরুণ,  প্রবিণ সকলের খেলা। নারী-পুরুষ সকলে মিলে ক্যারম খেলতে পারে। সুস্থ দেহ,  সুস্থ মন গড়ে তোলে ক্রীড়াঙ্গন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে ক্রীড়া ভূমিকা পালন করে। উন্নয়নের বড় হুমকি জংগী,  মাদক ও দুর্নীতি।  আর এই গুলো মোকাবেলা করায় ক্রীড়া একটা বড় ভূমিকা পালন করে।

বিকে এস পি, ঢাকা বিশ্ববিদ্যালয়,  বুয়েট, বাংলাদেশ পুলিশ, ওয়ালটন, ইডেন কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব ও বিভিন্ন সংস্থার প্রায় ২০০ এর বেশি নারী পুরুষ নিয়ে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী এ টুর্নামেন্ট।

ডাবল, সিংগেল ও মিক্স ডাবল ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার দেশ টিভি, ডেইলি বাংলাদেশ ও এবিসি রেডিও।

বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয় ও একটা আন্তর্জাতিক টুর্নামেন্টের ঘোষণা দেন ক্যারম ফেডারেশনের সভাপতি। চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।