মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আমিরাতের বিদায়ে সেমিতে বাংলাদেশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২২ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

এক ম্যাচ হাতে রেখেই বঙ্গবন্ধু ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারায় কিরগিস্তান। এর আগের ম্যাচে হারে বাংলাদেশের সঙ্গে। দুই হারে বিদায় নিতে হয়েছে  মধ্যপ্রাচ্যের এই দেশটিকে । 

সমীকরণের হিসেবে আরব আমিরাতের বিরুদ্ধে জিতলেই বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত হবে কিরগিজস্তানের। সঙ্গে বাংলাদেশেরও। ফলে কিরগিজস্তানের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশেরও।

ফিফা র‌্যাংকিংয়ে টুর্নামেন্টের ৬ দেশের মধ্যে শীর্ষে সংযুক্ত আরব আমিরাত। সেই আরব আমিরাতই সবার আগে বিদায় নিলো টুর্নামেন্ট থেকে। 

প্রথম ম্যাচে তারা বাংলাদেশের কাছে হারে ২ গোলে। পরের ম্যাচে হার কিরগিজস্তানের কাছে। কিরগিজস্তানের সঙ্গে ম্যাচটি ড্র করলেও তাদের সম্ভাবনা থাকতো। সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মধ্যপ্রচ্যের এই দেশটি।