মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ইউনিসেফের শিশু অধিকার রক্ষায় কাজ করবেন মিরাজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

বিশ্বব্যাপী শিশুদের নিয়ে কাজ করে ইউনিসেফ। জাতিসংঘের এই অঙ্গসংগঠনের হয়ে কাজ করবেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। 

সম্প্রতি মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মেহেদি হাসান মিরাজকে আনুষ্ঠানিকভাবে ‘ইউনিসেফ চাইল্ড রাইটস অ্যাডভোকেট’ ঘোষণা করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইউনিসেফের কর্মকর্তাদের উপস্থিতিতে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে এ ঘোষণা দেয়া হয়।

শিশু অধিকার প্রচারের দূত হিসেবে মিরাজ শিশু অধিকারসমূহ তুলে ধরতে এবং পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, পানি, স্যানিটেশন এবং হাইজিন ও শিশু সুরক্ষার ক্ষেত্রে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে ইউনিসেফের সঙ্গে কাজ করবেন। 

এর আগে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছিলেন সাকিব আল হাসান। 

অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, ‘আমরা আনন্দিত যে, মেহেদী হাসান মিরাজ শিশুদের বিষয়গুলো তুলে ধরার জন্য আমাদের শিশু অধিকার বিষয়ক দূত হতে সম্মতি জানিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে তার বিশাল সমর্থক এবং শিশুদের বিষয়গুলোতে তার দৃঢ় আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে, আমি নিশ্চিত যে তিনি একজন শক্তিশালী শিশু অধিকার বিষয়ক দূত হয়ে উঠবেন এবং বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের কণ্ঠকে জোরালো করতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারবেন।’