শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান কাদেরের

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনী কোন দলের নয়। তাদের কেউ বিতর্কিত করার চেষ্টা করবেন না।

সোমবার দাগনভূঞা আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোট প্রার্থী ল্যাফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দায়িত্ব পালনে জেলায় জেলায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী। একটি মহল সেনা বাহিনীকে নিয়ে বেশ উচ্ছ্বাসিত। তাদের মনে রাখা উচিৎ সেনাবাহিনী কোনো দলের হয়ে কাজ করবে না। তাদের ভূমিকা থাকবে নিরপেক্ষ।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আক্রাম হোসেন হুমায়ুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী প্রমুখ।