পুঁজিবাজারে বিনিয়োগ অবশ্যই জেনে-বুঝে করুন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৩ এএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার
পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে অবশ্যই জেনে-বুঝে বিনিয়োগ করতে হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এই বাজার সম্পর্কে না জেনে আসবেন না। আর লম্বা সময়ের কথা মাথায় রেখেই এই বাজারে বিনিয়োগ করতে হবে।
এ সময় বিভিন্ন পত্রিকার সম্পাদকদের আহবান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আপনারা আপনাদের পত্রিকায় খুব ছোট আকারে হলেও প্রকাশ করবেন যেন বিনিয়োগকারীরা জেনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, এনজিও নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে বাজেট প্রণয়নের নীতিগত দিক সম্পর্কে মত বিনিময়ের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, যারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে চান তারা অবশ্যই দীর্ঘ সময়ের জন্য করবেন। তাহলে লাভ করতে পারবেন। অল্প সময়ে পুঁজিবাজারে লাভ করা যায় না।
তিনি বলেন, যারা ট্যাক্স-ভ্যাট দিতে সক্ষম তাদের সবাইকে এর আওতায় আনব। তাই এসব করার জন্য কারো ওপরে করের হার বাড়াব না। আমরা কাউকে কষ্ট দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই এই কাজটি করতে চাই।
তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এবারের বাজেট প্রকাশ করতে চাই। এ বাজেট হচ্ছে জনগণের বাজেট। তাই জনগণের এ বাজেট সম্পর্কে জানার অধিকার আছে।
অর্থমন্ত্রী আরো বলেন, আমরা এই বাজেটে শিক্ষা খাতকে বেশি গুরুত্ব দিচ্ছি। এই খাতকে খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
মুস্তফা কামাল বলেন, আমি সমস্যাগুলো বুঝি। আমি তৃণমূল থেকে এখানে এসেছি। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাকে এলাকার লোকের টাকায় পড়াশোনা করতে হয়েছে। তাই আমি বলব, আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আপনারা ঠকবেন না। এই দেশটা সবার। দেশের ক্ষতি হোক সেটা আমি কখনোই চাই না।
