নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৮ এএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার
নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের কাঠমুন্ডুতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের সময় নেপাল প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।
এ সময় তারা নেপালের জলবিদ্যুৎ প্রকল্প থেকে পারস্পরিক সুফল প্রাপ্তির ওপর বিশেষ জোর দিয়ে ব্যবসায়, বাণিজ্য ও গণমাধ্যম-সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে প্রায় এক ঘণ্টার আলোচনা করেন।
তথ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- নেপালে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার মাশরাফি বিনতে শামস, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, এস এম হারুন অর রশীদ ও কূটনীতিকরা।
৫ম এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুইদিনের সফরে বৃহস্পতিবার বিকেলে নেপাল গিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি শুক্রবার পঞ্চম সম্প্রচার সামিটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
