শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাকায় পাতালরেল নির্মাণ করা হবে: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০২ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফের ক্ষমতায় এলে ঢাকায় পাতালরেল হবে, এরইমধ্যে সমীক্ষার কাজ চলছে। ঢাকার চারপাশে এলিভেটেড রিং রোড তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে মানুষকে উন্নত জীবন দেয়ার জন্য। বিএনপির মতো লুট করার জন্য নয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসে জাতিকে কিছু দেয়ার জন্য। নিজের উন্নয়ন নয়, দেশের সার্বিক উন্নয়নের জন্যই ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

সোমবার রাজধানীর কেরানীগঞ্জের কামরাঙ্গীরচরে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

 

শেখ হাসিনা বলেন, পরপর দু’দফায় ক্ষমতায় যাওয়ায় মানুষের জীবনমান উন্নত হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে ফের ক্ষমতায় গেলে দেশে কোনো মানুষই আর দরিদ্র্য থাকবে না।

আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। সব ক্ষেত্রে উন্নয়নের জেয়ার বইছে। রাজধানীসহ পুরো দেশকে আরো উন্নত করতে মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।